সরকারি বাসের চালককে মারধরের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর দিনাজপুরের করণদিঘি থানার দোমোহনা এলাকায়। এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে দোমোহনা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস চালক পৃথ্বীশ বিশ্বাস। সূত্রের খবর- পৃথ্বীশ বিশ্বাস নদিয়ার রানাঘাট ডিপোর কর্মী। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি বাসের চালক। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাতে রানাঘাট ডিপোর একটি সরকারি বাস ডালখোলা এসে পৌঁছয়। সোমবার সকালে আবার ওই সরকারি বাসটি ডালখোলা থেকে রানাঘাটের উদ্দ্যেশ্যে রওনা দিলে করণদিঘি থানার দোমোহনা এলাকায় এসে দাঁড়ায়। দোমোহনা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট থাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে অন্য একটি সরকারি বাসের চালকের বচসা শুরু হয়। ওই সিভিক ভলান্টিয়ার বাস চালককে মারধর করলে তখন রানাঘাট ডিপোর বাসের চালক পৃথ্বীশবাবু আটকাতে গেলে ওই সিভিক ভলেন্টিয়ার তাঁকেও বেধড়ক মারধর করে, ভেঙে দেয় গাড়ির কাঁচও। গুরুতর আহত অবস্থায় করণদিঘি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রানাঘাট ডিপোর বাস চালককে। যদিও করণদিঘি থানার অফিসারেরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন- কোনও সিভিক ভলান্টিয়ার বাস চালককে মারধর করেনি। তাদের অভিযোগ, বাস চালকেরাই ওই সিভিক ভলান্টিয়ারকে মারধর করেছে।