Hooghly : স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে বন্দি পলাতক

আরও পড়ুন

প্রিজন ভ্যান থেকে ঝাঁপ মেরে পালিয়ে যায় বন্দি।পুলিশকে ফাঁকি দিয়ে চম্পট দিল সুপারী কিলার কৃষ্ণ সরকার। সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে হুগলির শ্রীরামপুরে। তার খোঁজে তল্লাসী শুরু পুলিশ।

উল্লেখ্য, সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলীর শ্রীরামপুর থানার ভট্টাচার্য গার্ডেন এলাকায়। অভিযোগ,মৃত গৌতম দাসের সম্পত্তির লোভে কৃষ্ণ সরকার নামে এক দুষ্কৃতীকে পঁচিশ হাজার টাকার বিনিময়ে সুপারি দেয় তার ভাই উজ্জ্বল। গত বৃহস্পতিবার রাতে এলাকারই একটি পুকুর থেকে গৌতমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে- ঘটনার পিছনে জড়িত রয়েছে গৌতমের ভাই উজ্জল। গ্রেফতার করা হয় উজ্জ্বলকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি সামনে আসে। পুলিশের জেরার মুখে সে স্বীকার করে নেয়- দাদাকে খুনের জন্য কৃষ্ণ সরকারকে ২৫ হাজার টাকার সুপারি দিয়েছিল উজ্জ্বল ।

পুলিশ তদন্তে নেমে কৃষ্ণ সরকার সহ উজ্জ্বল দাস ও তার ভগ্নিপতি বিজয় মন্ডলকে গ্রেফতার করে। গত শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার আদালতে পেশ করে কৃষ্ণ এবং উজ্জ্বলকে হেফাজতে নেয় শ্রীরামপুর থানার পুলিশ।আজ, সোমবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কৃষ্ণকে।পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিচারাধীন বন্দি কৃষ্ণ সরকার। তার খোঁজে তল্লাসী শুর করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close