রবিবার গভীর রাতে ইসলামপুর শহরের একই এলাকায় পর পর তিনটি চুরি হয়। এই চুরির কথা জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রের খবর, গতকাল রাতে ইসলামপুর শহরের তিনপুল এলাকায় একটি বাড়ি ও দুটি পানের দোকান চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালকিন রাখী সাহা জানান, রাত প্রায় ১২ টা নাগাদ তার স্বামী কাজ সেরে বাড়িতে আসেন। রাত প্রায় দেড়টা নাগাদ খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পরে। পরেরদিন সকালে তারা দেখেন, ঘরের দরজা কেটে আলমারি থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা সহ সোনার গহনা উধাও। অভিযোগ, রাতেই সেইসব জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
অন্যদিকে, ওই এলাকায় আরও দুটি পানের দোকানে চুরি হয়েছে বলে জানা গেছে। দোকান মালিক পবন পাল জানিয়েছেন, দোকানের গেটের তালা ভেঙ্গে খুচরো টাকা পয়সা থেকে শুরু করে কিছু জিনিসপত্র চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোকান মালিকের দাবি, সব মিলে প্রায় তার ২০ হাজার টাকার মতো লোকসান হয়েছে। তিনি আরও বলেন,
পাশাপাশি অবিনাশ সাহা নামে আরেক ব্যক্তির পানের দোকানেও চুরি হয়। গোটা ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।