উদ্যোগপতিদের পুরস্কৃত করে দৃষ্টান্ত স্থাপন করল প্রেসক্লাব : ডি এম

0
76

“উত্তরের অন্নদাতা”-দের পুরস্কার প্রদান করে কার্যত দৃষ্টান্ত স্থাপন করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। মঙ্গলবার রায়গঞ্জের বিধান মঞ্চে ‘উত্তরের অন্নদাতা’ নামের একটি অনুষ্ঠানে ছ’জন উদ্যোগপতিদের পুরস্কার প্রদান করেছেন উত্তরদিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, তার ১২ বছরের কর্মজীবনে এ জাতীয় অনুষ্ঠান দেখেননি। এদিন জেলাশাসক আর কি কি বলেছেন শোনাব-