Balurghat : বেহাল রাস্তা নির্মাণের দাবিতে উত্তাল গ্রামবাসী

আরও পড়ুন

পাকা রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ,গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে বুধবার দুই নম্বর জলঘর গ্রাম পঞ্চায়েতের এর কাশিয়াডাঙ্গা (ছোটদেওরা) এলাকায়।এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাম বাসীরা।

সূত্রের খবর বহুদিন ধরেই গ্রামবাসীরা পাকা রাস্তা নির্মাণের দাবি করে আসছে সরকারের কাছে। তবে প্রতিবার সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়না বলে এলাকাবাসীর অভিযোগ।শুনে নেব গ্রামবাসীদের মুখেই কিছু কথা –

প্রসঙ্গত বুধবার সকালে দুই নম্বর জলঘর গ্রাম পঞ্চায়েতের এর কাশিয়াডাঙ্গা (ছোটদেওরা) এলাকায় পাকা রাস্তা ও ব্রিজ এর দাবিতে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধের ফলে চরম যানজটের সৃষ্টি হয়, তাদের দাবি দুইনম্বর জলঘর গ্রাম পঞ্চায়েতের এর কাশিয়াডাঙ্গা (ছোটদেওরা)এলাকায় ১৭০০ মিটার বেহাল রাস্তা ও ব্রিজ দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে এরফলে সাধারন জনগন থেকে স্কুল ছাত্র-ছাত্রীদের প্রচন্ড সমস্যার মুখে পড়তে হয় বর্ষার সময় এক হাঁটু কাঁদা জলের মধ্যে দিয়ে যাতাযাত করতে হয়। এই বিষয়ে বালুরঘাট বিডিও অনুজ সিকদার কি বলছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close