IPL 2022: প্লে-অফের আগেই কেন দেশে ফিরছেন উইলিয়ামসন?

আরও পড়ুন

আইপিএলের প্লে-অফে যাওয়ার আশা রেখে সানরাইজার্স হায়দরাবাদ(SRH) মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের সঙ্গে লড়াইয়ে তাদেরকে তিন রানে হারিয়ে দেয়। প্লে অফে প্রবেশের জন্য সানরাইজার্সের কাছে শেষ ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। তবে জানা গেছে, একেবারে শেষধাপের লড়াইয়ে দলের পাশে থাকতে পারছেন না অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। এবারের মতো টুর্নামেন্টকে জানালেন বিদায়।

সূত্রের খবর, আইপিএলের চলতি মাসেই পরিবারের তরফে দারুণ সুখবর পেলেন উইলিয়ামসন। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম সন্তানের জন্ম দেন উইলিয়ামসনের স্ত্রী সারা রহিম। এবার, দ্বিতীয়বার বাবা-মা হলেন এই জুটি। এই মুহূর্তে অধিনায়কের দল ছাড়া একটা বড় ধাক্কা। অন্যদিকে অধিনায়কের সন্তান জন্মানোর খুশিও রয়েছে দলের মধ্যে। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে নিজেদের সোশ্যাল অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছে। তাঁরা টুইটারে লেখেন,“আমাদের অধিনায়ক কেন উইলিয়ামসন নিউ জিল্যান্ড ফিরে যাচ্ছেন। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে। দলের সকলেই সন্তানের সুস্থ জীবন কামনা করছি।”

চলতি IPL -এ ১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। যেখানে ছ’টি ম্যাচ জেতে হায়দরাবাদ। এবারের আইপিএল মোটেই ভালো যায়নি উইলিয়ামসনের। ১৩ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন তিনি। একটি অর্ধশতরান রয়েছে তাঁর নামে। স্ট্রাইক রেট ৯৩.৫১। গতকাল মুম্বইকে হারিয়ে মূল্যবান দুটি পয়েন্ট পকেটে ভরে দল। আপাতত ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১২। ডেভিড ওয়ার্নার অফ ফর্মে থাকায় তাঁর হাত থেকে অধিনায়কত্ব নিয়ে দেওয়া হয় উইলিয়ামসনের হাতে। কিন্তু, তিনি এসেও দলের কপালে পরিবর্তন আনতে পারেননি। প্রথমে টানা পাঁচ ম্যাচে জয়, তারপর টানা পাঁচ ম্যাচে হেরে প্লে অফের দৌড়ে শেষে চলে গেছে তারা। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও এখন তাদের প্লে অফে যেতে গেলে শেষ ম্যাচ জিততেই হবে। ২২ মে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রয়েছে তাদের শেষ ম্যাচ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close