সারা বিশ্বে ১৯৯৪ সালে কার্টুন নেটওয়ার্ক(Cartoon Netwark) নামের একটি টেলিভিশন চ্যানেল শুরু হয়েছিল। জনপ্রিয়তাও পেয়েছিল বাচ্চাদের থেকে শুরু করে যুবকদের মধ্যেও। ২০১৩ সাল পর্যন্ত টি আর পি রেটিংয়ে অন্য কার্টুন চ্যানেল গুলির মধ্যে শীর্ষে ছিল। কিন্তু, এমন কি হল যে ২০১৩ থেকে ২০২২ পর্যন্ত টিআরপি রেটিংয়ে কার্টুন নেটওয়ার্ক সব চাইতে নীচে চলে এল?
প্রসঙ্গত, পুরনো কার্টুন গুলির মধ্যে “The Powerpuff Girls” (1998 – 2005), “Johnny Bravo” (1997 – 2004), “Dexter’s Laboratory” (1996 – 2003), “Courage the Cowardly Dog” (1999 – 2002), “Ed, Edd n Eddy” (1999 – 2009), “Mike, Lu & Og” (1999 – 2001), “Captain Planet and the Planeteers” (1990 – 1996), “Dragon Ball Z” (1998 – 2003), “SWAT Kats: The Radical Squadron” (1993 – 1994), ইত্যাদি জনপ্রিয়তা প্রচুর পেয়েছিল। কিন্তু, ২০১৩ পর থেকে সেই সব কার্টুন বন্ধ করায় অন্যান্য চ্যানেল যেমন Boomerang, Pogo প্রভৃতি কার্টুন নেটওয়ার্ককে ছাপিয়ে শীর্ষে উঠে গিয়েছিল।
২০১৮ পর থেকে যেইসব কার্টুন শুরু হয় তাতে কার্টুন নেটওয়ার্ক জনপ্রিয়তা লাভের চেষ্টা করলেও লাভ করতে পারে না। Ben 10 কার্টুনটি জনপ্রিয়তা ধরে রাখলেও পরবর্তীতে জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। তাই, কার্টুন নেটওয়ার্কের সিইও(CEO) Tom Ascheim চ্যানেলের টুইটারে পাওয়া পোস্ট বার্তায় দর্শকদের পুরনো কার্টুন চালানোর দাবি মেনে নিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে পুরনো সেই কার্টুনগুলিকে নিয়ে কার্টুন নেটওয়ার্ক ফিরছে। এখন দেখার আগের মতো জনপ্রিয়তা লাভ করে কি না কার্টুন নেটওয়ার্ক?
Whatever you're obsessed with at 10-12 years old becomes a core part of who you are ⬛⬜❤️🔥 Luckily for us it was this:
STREAM #CartoonNetwork classics on @HBOMax!#TeenTitans #DextersLab #EdEddnEddy #PowerpuffGirls #CodenameKidsNextDoor #90scartoons #2000scartoons pic.twitter.com/RwPBAZfGtp
— Cartoon Network (@cartoonnetwork) April 30, 2022