Goalpokhor : কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষতি এলাকায়

আরও পড়ুন

বুধবার রাতে প্রলয়ঙ্করী ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুরের জেলাসদর গোয়ালপোখর এলাকায়। ঝড়ের তান্ডব ছড়িয়ে পড়েছে গোয়ালপোখর পুর এলাকা-সংলগ্ন ডাঙা-সহ জেলা সদর সংলগ্ন বিভিন্ন গ্রামপঞ্চায়েতেও ।প্রায় প্রত্যেকটি বাড়ির টিন উড়ে গেছে। নষ্ট হয়েছে প্রচুর কাঁচা বাড়ি। প্রচুর গাছ ভেঙে গেছে। এমনকি বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ পরিষেবা বন্ধ গোটা গ্রামে। রাতভর আতঙ্কে কাটিয়েছেন গ্রামবাসীরা। রাতে অনেকেই আবার অন্য কারও বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত ১০ টা নাগাদ হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের এক ঝটকায় গ্রামের প্রচুর বাড়ি নষ্ট হয়ে যায়। এই ঘটনায় গোটা গ্রামের মানুষ সমস্যায় পড়ে যায়। সকাল হতেই ঘরের টিন খুঁজতে এদিক ওদিক ছুটছেন গ্রামবাসীরা। এখন কি করবেন কিছুই বুঝতে পারছেন না গ্রামবাসীরা। তাই সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলছেন তারা।কি বলছেন এই বিষয়ে গ্রামবাসীরা শুনব একবার –

পাশাপাশি ঝড়ের তান্ডবের ভয়াবহতা আঁচ করতে পেরে সমস্ত রকম ক্ষতিপূরণের আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মনি। তিনি জানিয়েছেন, রাতে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের ডোয়াপাড়া গ্রাম। তিনি সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য ব্লক প্রশাসন কে জানিয়েছেন। এবং সরকারি ভাবে যতখানি সম্ভব সাহায্যের আশ্বাস দেন তিনি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close