বৃহস্পতিবার সন্ধ্যায় দু’দফার কালবৈশাখী ঝড়ে প্রভূত পরিমাণে বিদ্যুৎ দফতরের ক্ষতি হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। জেলার ন’টি ব্লকেই বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে উপরে, ছিড়ে গিয়েছে বৈদ্যুতিক তার, দু-একটি জায়গায় বাজ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুমুল্যের ট্রান্সফরমারেরও। বিদ্যুৎ দফতরের কর্মীরা বহু চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার রাতেই বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করেছেন। পাশাপাশি শুক্রবার সকাল থেকেই অতিরিক্ত অস্থায়ী কর্মী নিয়োগ করে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের কর্মীরা। তাদের বক্তব্য-বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ে জেলার নটি ব্লক-ই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের ২৪ ঘণ্টা পরেও অর্থাৎ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত কর্মী লাগিয়েও পূর্ণাঙ্গভাবে কাজ তোলা সম্ভব হবে কিনা তা নিয়ে রীতিমতো সন্দিহান বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের কর্মীরাও । তবে,ঘন ঘন ঝোড়ো হাওয়া উঠলেই সিঁদুরে মেঘ দেখছেন উত্তর দিনাজপুরের মানুষ।
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিপুল ক্ষতি উত্তর দিনাজপুরের
- Advertisement -