বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম চার শিশু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগছ এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, শুক্রবার সকালে চার শিশু স্থানীয় একটি মাঠে ছাগল বাঁধতে গিয়েছিল। সেখানে একটি গোল বস্তু দেখতে পায় তারা। সেটি হাতে তোলার সময়ই বিস্ফরণ ঘটে যায়। সেই বোমা বিস্ফরণে চারজন শিশু গুরুতর জখম হয়। আহত শিশুদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। এলাকায় পৌঁছেছেন চোপড়া থানার আইসি ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার। কি করে সেই মাঠে বোমা এল এবং কারা এই বোমা রেখে গেছে তার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
Fourteen Time Line, Uttar Dinajpur