নতুন ৯ জন মন্ত্রীর শপথ গ্রহণ শ্রীলঙ্কায়

আরও পড়ুন

শ্রীলঙ্কার অর্থ সংকট দিনকে দিন ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে। জ্বালানির দাম ক্রমাগত বেড়েই চলেছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব, প্রয়োজনীয় ওষুধের অভাব সাধারণ মানুষের জীবনকে নাজেহাল করে তুলেছে। জনরোষের হাত থেকে বাঁচতে এর আগে বাধ্য হয়ে ইস্তফা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষ। এরপর দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন রনিল বিক্রমসিংহে। 

উল্লেখ্য, শুক্রবার এই চরম পরিস্থিতিতে দেশের হাল ধরতে শ্রীলঙ্কায় ৯ জন নতুন মন্ত্রীকে মন্ত্রীসভার নতুন সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। যতদিন না পর্যন্ত দেশে নতুন মন্ত্রীসভা গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত এই মন্ত্রীরাই দেশের আর্থিক সংকট মোকাবিলার লক্ষ্যে কাজ করবেন বলে সূত্রের খবর। এদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষ ৯ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। শ্রীলঙ্কার নতুন মন্ত্রীসভায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলিয়ে ২৫ জনের বেশি সদস্য সংখ্যা হবে না বলে জানা গিয়েছে।

নতুন মন্ত্রীদের সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষ

সূত্রের খবর, ইতিমধ্যেই মন্ত্রীদের দফতর বন্টনের কাজ হয়ে গিয়েছে। নির্মল সিরিপালা ডি সিলফা হলেন নৌ এবং বিমান পরিষেবা মন্ত্রী। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুশীল প্রেমজয়ন্তা। কেহেলিয়া রামবুকওয়েলাকে দেওয়া হল স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। বিজয়দাসা রাজাপাক্ষ হলেন বিচার, কারা এবং সংবিধান সংস্কার মন্ত্রী। পর্যটন এবং ভূমি মন্ত্রী করা হল হারিন ফার্নান্দোকে। রমেশ পাথিরানা হলেন শিল্পমন্ত্রী। শ্রম এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মানুষা নানায়াক্কারা। বাণিজ্য এবং খাদ্য সুরক্ষা মন্ত্রী হলেন নালিন ফার্নান্দো এবং জননিরাপত্তা মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিরান অ্যালেস।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা অর্জনের পর এই প্রথম চরম সংকটের মুখোমুখি হল দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। বৈদেশিক মুদ্রার সংকটের জেরেই দেশটিতে আর্থিক সংকট দেখা দিয়েছে মূলত। খাদ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুই চরম ভাবে বিপর্যস্ত হয়েছে দেশটিতে। এরই মধ্যে নতুন মন্ত্রীসভা কিভাবে দেশের এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে তাই লক্ষ্যণীয়। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close