পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ণের পথে ১১ বছর শীর্ষক অনুষ্ঠান হল রায়গঞ্জ স্টেডিয়ামে। আজ, রবিবার সকাল ছ’টা দশ মিনিটে ‘ওয়াকথন এবং মিনি ম্যারাথন’- এর শুভ সূচনা হয়। এরপর স্টেডিয়ামে দেশাত্মবোধক গান এবং নৃত্য দিয়ে শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান। গোড়াতে দেশাত্মবোধক গান ‘ মেরে বতনকে লোগো যারা ইয়াদ করো কুরবানি ‘ নামের গান দিয়ে অনুষ্ঠানের শুরু। এর পর শুরু হয় অধিবাসী নৃত্য।
এরই মাঝে মতুয়া সংঘের সদস্যরাও দর্শকাসনের পাশে দাঁড়িয়ে বসে আনন্দে উদ্বেলিত হয়ে শুরু করে দেন নাচ গান।
এদিনের অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, মতুয়া সংঘের সদস্যরা ছাড়াও বিভিন্ন স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন, নৃত্য প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম পুলিশ প্রশাসনের সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানের মাঝে ডান্স একাডেমি রায়গঞ্জের তরফে নৃত্য পরিবেশন করা হয়।