গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে গোয়ালপোখর থানার তিলান এলাকায় একটি সেতুর কাছে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। পুলিশের ডিএসপি মাধব চন্দ্র দাস জানান,একটি মিনি বাসে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকার ‘ব্রাউন সুগার’- সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ।
সূত্রের খবর- গোয়ালপোখর থানার তিলান এলাকায় রাজ্য সড়কে অপেক্ষা করছিল পুলিশের একটি দল। নির্দিষ্ট সময়ে ওই মিনি বাসটি এলে তাকে ঘিরে ফেলে গোয়ালপোখর থানার পুলিশ। ওই বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই ঘটনায় সফিকুল মিয়া নামে এক ব্যক্তিকে ওই বাস থেকেই গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি কোচবিহারের শীতলকুচি থানার গীতালদহ এলাকায়। ওই ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে বিহারের কিষানগঞ্জে পাঁচার করার উদ্দেশে যাচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে পুলিশের অনুমান, সফিকুলকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মাথা ধরা পড়তে পারে।