দেবায়নের ১ বছরের জন্মদিনে শ্রেয়ার চিঠি

আরও পড়ুন

সঙ্গীতজগতে তাঁর খ্যাতি বিশ্বজোড়া। শ্রেয়া ঘোষাল নামটা শুনলেই গর্বে বুক ভরে ওঠে বাঙালির। গতকাল অর্থাৎ ২২ মে সোমবার শ্রেয়ার মাতৃত্বের এক বছর পূর্ণ হল। এক বছরে পা দিল ছোট্ট দেবায়ন। গত কয়েকদিন আগেই দেবায়ন ওরফে নিরবুর অন্নপ্রাশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রেয়া। আজ ছেলের এক বছরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছেলের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন তিনি। 

শ্রেয়ার পুত্র দেবায়ন ওরফে নিরবু

উল্লেখ্য, শ্রেয়ার স্বামী শিলাদিত্য এবং ছোট্ট দেবায়নের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে এদিন শ্রেয়া লেখেন, “প্রথম শুভ জন্মদিনে তোমায় অনেক আদর। এই দিনেই বাবা মা হিসেবে আমাদের নতুন করে জন্ম দিয়েছো তুমি। আমাদের পৃথিবীটা যে কত সুন্দর, তা তুমিই আমাদের নতুন করে চিনতে শিখিয়েছো। এই পৃথিবীই যেন তোমায় ভালোবাসায় ভরিয়ে দেয়। তুমি একজন নম্র, সৎ, সংবেদনশীল এবং ভালো মনের মানুষ হয়ে ওঠো, এই কামনা করি।”

স্বামী শিলাদিত্য এবং পুত্র দেবায়নের সঙ্গে শ্রেয়া

ছেলের জন্মদিনে শ্রেয়ার এই শুভেচ্ছা বার্তা মন কেড়েছে সকলের। ছোট্ট দেবায়নকে তাঁর প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শ্রেয়াপুত্র দেবায়ন। যদিও, শ্রেয়া খুব একটা ছবি পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি, দেবায়নের অন্নপ্রাশনের কিছু মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন শ্রেয়া। তাতে ছোট্ট দেবায়নকে দেখে মুগ্ধ এবং আহ্লাদিত শ্রেয়ার ভক্তরা। 

প্রসঙ্গত, বলা চলে শ্রেয়া খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন। তবে, শিলাদিত্যের সঙ্গে তাঁর বিয়ের খবর, মা হওয়ার খবর সবটাই তিনি নিজে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দেবায়নের জন্মের পর তাঁর নামের বানান নিয়ে নানা বিভ্রান্তি শুরু হয়েছিল। সে বিষয়েও শ্রেয়া একটি ট্যুইট করে জানান যে, দেবায়নের নামের আসল বানান কি। এর আগে, ইন্সটাগ্রামে নিজের ছোটবেলার ছবির সঙ্গে পুত্র দেবায়নের ছবির একটি কোলাজ বানিয়ে শেয়ার করেছিলেন শ্রেয়া। নিজের জন্মদিনে ছেলেকে কোলে নিয়ে কেক কাটার মুহুর্তও ভাগ করে সোশ্যাল মিডিয়ায় নিয়েছেন শ্রেয়া। 

শুধু দেবায়নই নয়, শ্রেয়ার আরেক পুত্র শার্লক, তাঁর পোষ্য কুকুর, তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করেন শ্রেয়া। তাতে তিনি লেখেন, “এটা আমার ভীষণ পছন্দের ছবি। আমার দুই পুত্র শার্লক এবং দেবায়।” এর আগে ছেলের পাঁচ মাস পূর্তিতে শ্রেয়া লেখেন, “কিভাবে যে পাঁচটা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের জীবনে এক নতুন আনন্দের পথ দেখিয়েছে দেবায়ন। ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমি এই সময়টাকে এত তাড়াতাড়ি পার হতে দিতে চাই না। দেবায়ন আমাদের কাছে ভীষণ স্পেশাল।” 

শার্লক এবং ছোট্ট দেবায়ন

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close