Malda: ঘরের টালি খুলে টাকা সহ অলংকার চুরি করল চোর

আরও পড়ুন

ঘরের টালি খুলে এক লক্ষ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে গেল চোর। ঘটনাটি ঘটেছে সোমবার মালদার পান্ডুয়ার নামাজ গ্রাম এলাকায়। সূত্রের খবর, এক মহিলার ঘরে থাকা এক লক্ষ ষাট হাজার টাকা,এক ভরি সোনা ও দু’ই ভরি রুপোর অলংকার নিয়ে চলে য়ায় চোর।

স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ি বাড়ি ঘুরে ব্লাউজ বিক্রি করতেন তুরু বিবি। ব্যবসার টাকা থাকত বাড়ির মধ্যেই একটি বাস্কে। প্রসঙ্গত সোমবার সকালে সেই মহিলা দেখতে পায় ঘরের টালি খোলা এবং ঘরের মধ্যে থাকা বাক্সটি নেই যার মধ্যে টাকা,সোনা ও রুপো সহ আরও দুটি মোবাইল ফোন ছিল সেটাও নেই। কিছুক্ষণ পরে জানতে পারা যায়,পাশে থাকা একটি জঙ্গলের মধ্যে ওই বাক্সটি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। এবং কাগজপত্র সব ছড়িয়ে-ছিটিয়ে পরে রয়েছে । স্থানীয় এলাকাবাসী সকলে দেখেন চোর শুধুমাত্র টাকা,সোনা,রুপা ও দুটি মোবাইল চুরি করেছে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মহিলা কি বলছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close