পাক জঙ্গি সংগঠন আইএসআই-এর হামলার আশঙ্কা ভারতে

আরও পড়ুন

ভারতে এক বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে। হামলা করতে পারে পাকিস্তান। খবর সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ ঘটিয়ে একাধিক রেল লাইন ওড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তানের এক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI). এই দুর্ঘটনা যদি সত্যিই ঘটে তাহলে অসংখ্য মানুষের প্রাণ সংশয় হতে পারে৷ জানা গিয়েছে, এই হামলার কাজে পাকিস্তানকে মদত দিচ্ছে ভারতের থাকা এক দল জঙ্গি। তাদের পরিকল্পনা অনুযায়ী হামলা হতে পারে পাঞ্জাব এবং তার সংলগ্ন কিছু এলাকা।

ইতিমধ্যেই এই ঘটনার আভাস পাওয়া মাত্রই সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবের বিভিন্ন এলাকা জুড়ে। ভারতে নাশকতা চালানোর জন্য বেশ ভালো ভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারতে পাক জঙ্গির সংগঠনগুলির স্লিপার সেল যথেষ্ট সক্রিয় রয়েছে। প্রাথমিক অনুমান অনুসারে, হামলা হতে পারে মূলত পণ্যবাহী ট্রেনগুলিতে। একাধিক রেললাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া এবং ট্রেন চলাচলকালীন তা ঘটানোই উদ্দেশ্য রয়েছে পাক জঙ্গিদের। 

সূত্রের খবর, এই বিস্ফোরণের কাজে পাকিস্তান এক বিরাট অংকের টাকা খরচ করেছে। বেশ মোটা অংকের টাকা দেওয়া হয়েছে পাক জঙ্গিদের স্লিপার সেলগুলিকে। এর পেছনে উদ্দেশ্য একটাই, এই পরিকল্পনা যাতে সফল ভাবে সম্পন্ন করা যায়। পাঞ্জাব এবং পাঞ্জাবের আশেপাশের এলাকাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু দেখলে অথবা সন্দেহভাজনদের দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। বিশেষ করে পাঞ্জাবের যেসব জায়গায় রেললাইন রয়েছে, সেখানে কড়া নিরাপত্তা রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

রেললাইনে কড়া নিরাপত্তায় পাঞ্জাব পুলিশ

উল্লেখ্য, সম্প্রতিই পাঞ্জাব এবং লুধিয়ানাতে আরডিএক্স বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পাকিস্তান-পাঞ্জাব সীমান্তে পাক জঙ্গিরা আইইডি ফেলেছে। তার মধ্যে থেকে বেশ কয়েকটি আইইডি উদ্ধারও করা গিয়েছে। ভারতের গোয়েন্দারা জানিয়েছেন, অধিকাংশ বিস্ফোরক এখনও সন্ত্রাসবাদীদের হাতেই রয়েছে। প্রশাসনের অনুমান, এই বিস্ফোরক ব্যবহার করেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হবে। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close