মঙ্গলবার দুপুরে ‘রায়গঞ্জ চ্যারিটিবল অনাথ-ও-বৃদ্ধাশ্রমে’ পালিত হ’ল প্রবাসী ছেলের বউভাতের খাবারের অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাকুল্যে ৩৫ জন শিশু, কিশোর-কিশোরীকেই পেটপুরে খাবারের আয়োজন করেছিলেন মা রত্না আচার্য (ভট্টাচার্য),বাবা গোবিন্দ কিঙ্কর ভট্টাচার্য এবং আমেরিকায় গবেষণারত ছেলে অর্জক ভট্টাচার্য। এদিন অর্জকের উৎসাহেই অনাথ আশ্রমে বউভাতের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে মালদা থেকে এসেছিলেন তারই মামাতো ভাই সৌমিক আচার্য।
উদ্দেশ্য আর কিছুই নয়, সৌমিককে এজাতীয় অনুষ্ঠানে উদ্বুদ্ধ করানো। এদিন অনুষ্ঠান শেষে উপনিষদের একটি উদ্ধৃতি তুলে ধরে অর্জক বলেন, ‘বসুধৈব কুটুম্বকম’। সংস্কৃতর বাংলা তর্জমা করতে গিয়ে অর্জক বলেছেন- বসুধা অর্থাৎ পৃথিবী”, এব মানে প্রকৃতপক্ষে” “কুটুম্বকম অর্থাৎ পরিবার “) বাস্তবে এটি একটি সংস্কৃত বাগধারা। যা সাধারণত সমগ্র মানবজাতিকে একটি পরিবার হিসেবে বোঝাতে ব্যবহার করেছেন আমেরিকায় গবেষণারত গবেষক অর্জক। অর্জক আরও বলেন, ‘দ হোল ওয়ার্ল্ড ইজ আ সিঙ্গেল ফ্যামিলী’। অর্থাৎ সমগ্র বিশ্বকে একটি পরিবার বোঝাতে চেয়েছেন গবেষক শ্রী ভট্টাচার্য। তবে এদিন রায়গঞ্জের অনাথ আশ্রমের অন্দর মহলে বউভাতের অনুষ্ঠানটি অনেকেরই নজর কেড়েছে।