চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির উপর। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে তাকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায়।
অভিযোগ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কিছু যুবক-যুবতীদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করছিলেন ওই ব্যাক্তি। সে সময় অফিসের কর্মীদেরও সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করে ও তার কাছে থাকা ব্যাগ তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ দফতরের কর্মীদের। তার কাছ থেকে বিপুল সংখ্যায় বিভিন্ন সরকারি দফতরের নিয়োগপত্রের কাগজ ও অনেকের নথিপত্র উদ্ধার করা হয়। আর তাতেই সন্দেহ হয়। চাকরি প্রার্থী ও স্বাস্থ্য দফতরের কর্মীদের জেরার মুখে পড়তেই চম্পট দেওয়ার চেষ্টাও করে সেই ব্যক্তি। কিন্তু, পুলিশের হাতে ধরা পরে পালতে অক্ষম হয় সে।
মালদার বাসিন্দা ওই ব্যাক্তি স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে উত্তর দিনাজপুরের সি.এম.ও.এইচ অফিসে দাঁড়িয়ে সকলের কাছ থেকে নথি সংগ্রহ করছিল এবং অনেকের কাছেই মেইল মারফৎ রায়গঞ্জে জেলা স্বাস্থ্য দফতরে আসার কথা জানানো হয় বলে অভিযোগ।
অন্যদিকে, এই ঘটনার ফলে রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুরণ কুমার শর্মা জানিয়েছেন, “পুলিশকে জানানো হয়েছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে, স্বাস্থ্য দফতরের ওয়েব সাইট যাচাই করা উচিৎ। নাহলে এভাবে প্রতারণার জালে পরতে পারেন অনকেই”।