রায়গঞ্জে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প পরিষেবা খতিয়ে দেখলেন ডিভিশনাল কমিশনার ও উত্তর দিনাজপুর জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকেরা। এদিন রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রামপঞ্চায়েতের মহারাজা জগদীশনাথ হাইস্কুল প্রাঙ্গনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ও অনুপ্রেরনায় দ্বিতীয় দফার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন গ্রামপঞ্চায়েতের ১৬ টি সংসদের কয়েক হাজার মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসে রাজ্য সরকারের বিভিন্ন জনমূখী প্রকল্পের সুবিধা নিতে আসেন। সাধারণ মানুষ এই দুয়ারে ক্যাম্পে এসে সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন জলপাইগুড়ি বিভাগের ডিভিশনাল কমিশনার গোলাম আলি আনসারি, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ আরও প্রশাসনিক আধিকারিকেরা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এবং দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা খতিয়ে দেখে সন্তুষ্ট হন প্রশাসনিক আধিকারিকেরা। এমনটাই জানালেন রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল। তিনি আরও বলেন,