এ যেনও ইয়ারিয়াঁ ফিল্মের
“আজ দিলহে পানি পানি পানি পানি পানি পানি পানি, অর দিনহে সানি সানি সানি সানি সানি সানি সানি” গানের দৃশ্য। না, তা একদমই নয়। দেরিতে হলেও রায়গঞ্জে অভিনব উপায়ে ‘মাতৃ-দিবস’পালন করলেন কিছু মহিলা। চলতি মাসের ৮ মে ছিল মাতৃ দিবস। কিছুটা দেরীতে হলেও সেই দিনটিকে সামনে রেখে অভিনব পদ্ধতিতে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের কয়েকজন মা ও শিশুদের দল।
উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়ায় সুইমিংপুল-এ আয়োজন করা হয় এই “পুল পার্টি”-র। গরমের মরশুমে সন্তানদের নিয়ে পুলে নেমে নাচ-গানে আনন্দ উপভোগ করেন তারা। ঘরবাড়ি সামলানোর পাশাপাশি সন্তানদের নিয়ে আলাদা করে সময় কাটানোর বিষয়েও বার্তা দিলেন আয়োজক লীলা সাউ, নিকিতা চান্ডে ও কবিতা মাহেশ্বরীরা। এ বিষয়ে আয়োজক লীলা সাউ, কবিতা মাহেশ্বরীরা কি বলেছেন শুনব-