ট্রেনে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দিল ব্যান্ডেল জি আর পি থানার পুলিশ। বৃহস্পতিবার ব্যান্ডেল জি আর পি থানা থেকে হারিয়ে যাওয়া ফোন তাদের মালিকের হাতে তুলে দেন থানার কর্তব্যরত অফিসার জয় চক্রবর্তী। এদিন ১৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি মালিকেরা।
প্রসঙ্গত, তাড়াহুড়োয় যাত্রীরা ফোন হারিয়ে ফেলেন এবং সেই ফোন গুলি পেয়ে কিছু সহৃদয়বান মানুষ স্টেশনে জমা দিয়ে দেন। প্রায় ১৪টি ফোন জমা পড়ার পর এদিন জি আর পি এর পক্ষ থেকে মোবাইল ফোন এর মালিকদের ফোন করে তাদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হয়।
Fourteen Time Line, Hooghly