Kolkata: পল্লবী, বিদিশার পর ফের আত্মহত্যা অভিনেত্রী মঞ্জুষার

আরও পড়ুন

আত্মহত্যার ঢল অব্যাহত, কিছুতেই থামানো যাচ্ছে না আত্মহনণের প্রবণতা। একের পর এক কলকাতার টলিপাড়ার অভিনেত্রীরা আত্মঘাতী দলে (sucide Squad) নাম লেখাচ্ছেন।

আবারও টেলি-অভিনেত্রীর (Actress Suicide) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। সূত্রের খবর, মৃত ওই অভিনেত্রীর নাম মঞ্জুষা নিয়োগী। সাম্প্রতিককালে আত্মঘাতী হওয়া টেলি অভিনেত্রী বিদিশা দে মজুমদারের বান্ধবী ছিলেন মঞ্জুষা। আজ, শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে- বিদিশার মৃত্যু পর থেকেই মঞ্জুষা তীব্র বিষণ্নতায় (Acute Depression) ভুগছিলেন। সেই কারণেই কি এমন মর্মন্তুদ ঘটনা, তা ভাবাচ্ছে তদন্তকারী পুলিশ অফিসারকে।

টলিউডে মঞ্জুষা কাজ করছেন বেশ কিছুদিন ধরেই। একটি টিভি চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। কাজ করতেন থিয়েটারেও। আচমকা কেনইবা এমন কাণ্ড ঘটালেন, সদ্য মারা যাওয়া অভিনেত্রী বিদিশার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অর্থনৈতিক সংকট ছিল কিনা তাও তদন্তের সমান্তরাল ভাবনায় রাখছে পুলিশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close