আইপিএল(IPL) শেষ হচ্ছে আজ, আনন্দে ফুটছে ভারতীয় উপমহাদেশ

আরও পড়ুন

দু’মাসব্যাপী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-(IPL)-এর পরিসমাপ্তি ঘটছে আজ। রবিবার সন্ধ্যেবেলায় অনুষ্ঠিত ম্যাচের পর শেষ হতে চলেছে রাজকীয় খেলাটি। আজ ফাইনালে গুজরাত বনাম রাজস্থানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এইবার প্রথম অভিষেক হওয়া দল গুজরাত টাইটান্স ১৩ বছর পর ফাইনালে খেলা রাজস্থান রয়্যালসের সঙ্গে মুখোমুখি হতে চলেছে। এবার দেখার পালা- কোন দল আইপিএল-এর চ্যাম্পিয়ন দলের অধিকারী হতে পারে। ২৬ মার্চ, ২০২২ -এ আইপিএল(IPL)-এর প্রথম ম্যাচ শুরু হয়।

ফাইনাল ম্যাচের কারণে উভয় দলের বোলার-কিপার-ফিল্ডার সবার মধ্যেই একটা চাপ থাকবে। গুজরাতের ওপেনার ঋদ্ধিমান সাহাশুভমান গিলের উপরে চাপ থাকছে। সঙ্গে গুজারতের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া এই লীগে এখনও পর্যন্ত ৪৫৩ রান করেছেন। ফলস্বরূপ, তাঁর উপরেও একটা চাপ থাকাটা সাধারণ। পাশাপাশি, রাজস্থানের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসনও অনেক দায়িত্ববান। তিনি যেমন অধিনায়কত্বে সফল তেমনই তিনি তাঁর ব্যাটিংয়েও সফল।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের দীর্ঘ দিনের সঙ্গী ছিলেন শেন ওয়ার্ন। তাঁকেই শ্রদ্ধা জানাতে একটি নতুন ব্যবস্থা নিচ্ছে রাজস্থান রয়্যালস। সূত্রের খবর, তাঁদের আমন্ত্রণে ২০০৮ সালে আইপিএল-এ জয়ী দলের সকল সদস্য ফাইনাল দেখার জন্য আসতে চলেছে। দলের সদস্যদের মধ্যে বিদেশি সদস্যদের মধ্যে অন্যত্যম গ্রেম স্মিথই এ দিন স্টেডিয়ামে হাজির থাকতে পারবেন এবং ভারতীয়দের মধ্যে মুনাফ প্যাটেল, ইউসুফ পাঠান, স্বপ্নিল আস্নোদকর, দীনেশ সালুঙ্কে, সিদ্ধার্থ ত্রিবেদী, রবীন্দ্র জাদেজা, মহম্মদ কাইফরা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। যাঁরা যাঁরা আজ স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তাঁদের সবাইকে রাজস্থান রয়্যালসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে খবর। সঙ্গে প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকেও বিশেষ শ্রদ্ধা জানানো হবে।

শেন ওয়ার্নের অধিনায়কত্বেই প্রথম জয় হয়েছিল রাজস্থান। তারপরেও তিনি নানাভাবে রাজস্থানের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েই রাজস্থান রয়্যালসের ড্রেসিং রুমে তাঁর ছবিও রাখা হয়েছে। শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানিয়ে এই ম্যাচটি জিততে হবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে রাজস্থান রয়্যালস। তবে, আইপিএল নিয়ে ভারতীয় উপমহাদেশের পাশাপাশি ক্রিকেট বিশ্বের মানুষের মধ্যে উন্মাদনার অন্ত নেই।

Sports desk, Times 14 Bangla

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close