”আমি হাঁটতে চাই ” সরকারের কাছে সাহায্যের জন্য কাতর আর্জি মহিলার। মহিলার দুই পা দেখলে গা শিউরে উঠবে আপনার। পা থেকে বেরিয়ে এসেছে লোহার রড। সূত্রের খবর, ইসলামপুরের গুঞ্জরিয়ার বাসিন্দা চামেলী রায় হারিয়ে ফেলেছেন চলাফেরার শক্তি। সুস্থ জীবনে ফিরে আসার জন্য সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন অসহায় এই মহিলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকার বাসিন্দারা মেলা থেকে দোকান নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পরে। গুরুতর জখম হন চামেলি রায়, তার স্বামী কুরানু রায় ও আরও একজন প্রতিবেশী। তাদের পা ভেঙে যাওয়ায় লোহার রড বসানো হয় পায়ে। কিন্তু টাকার অভাবে আর অপারেশন করা সম্ভব হচ্ছেনা। লোহার রড সময় মতো বের করতে না পারায় পায়ের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে লোহার রডটি। এমন দৃশ্য দেখে গা শিউরে উঠছে সকলের। দিন আনা দিন খাওয়া পরিবার গুলির এতো সামর্থ নেই যে তারা নিজেরাই টাকা জোগাড় করে চিকিৎসা করাবে। তাই এবার রাজ্য সরকারের কাছে চিকিৎসার জন্য কাতর আর্জি জানিয়েছেন ওই মহিলার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে এবিষয়ে ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ হুদা বলেন, আমরা ব্যক্তিগত ভাবে সাহায্য করেছি। যদিও পঞ্চায়েত ফান্ড থেকে চিকিৎসার জন্য টাকা দিতে পারছিনা। এবিষয়ে জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়ে চিঠি দিয়েছি।