Uttar Dinajpur : মতুয়া ধর্ম প্রচারের জেলা সম্মেলন হ’ল ইসলামপুরে, খুশি মতুয়ারা

আরও পড়ুন

রবিবার উত্তরদিনাজপুরের ইসলামপুরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে ধর্মপ্রচার ও প্রসারের উদ্দেশ্যে একটি জেলা সম্মেলন আয়োজিত হয়েছে। এদিন স্থানীয় কলেজমাঠ থেকে ইসলামপুর ‘বাস-টার্মিনাস’ পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পথচলতি মানুষ তা প্রত্যক্ষ করেছেন।

এই সম্মেলনকে সামনে রেখে ইসলামপুর কলেজ মাঠ থেকে বাস-টার্মিনাস পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়। এমন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর। পাশাপাশি, উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার পুরপিতা তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক গুন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার প্রমুখও। এই সম্মেলনের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর এ বিষয়ে ঠিক কি কি বলেছেন শুনব-

এদিনের মিছিলে অতিথিদের পাশাপাশি অংশগ্রহণ করেন কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ। সম্মেলন উপলক্ষ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুল ও ফলের গাছ বিতরণ, বস্ত্র বিতরণ, দলপতিদের ডঙ্কা-নিশান বিতরণ করা হয়। এছাড়াও দি ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের ২৯ টি দুঃস্থ ও অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য চেক বিরতন করা হয়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close