রবিবার “কবি কথা ” উত্তর দিনাজপুর -এর তরফে পালিত হল রবীন্দ্র- নজরুল বৈকালিক আড্ডা।
রায়গঞ্জের সুভাষগঞ্জ বিদ্যাসাগর পাব্লিক স্কুলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুন চক্রবর্তী। উপস্থিত ছিলেন সৌরেন চৌধুরী, নীরদ রঞ্জন রায়, অলিপ মিত্র, কবিকথার সম্পাদক তথা কবি তুহিন চন্দ, বিশিষ্ট আবৃতিকার ও কবি শুভব্রত লাহিড়ী প্রমূখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অদিতি ভট্টাচার্য। নৃত্য পরিবেশন করেছেন অন্বেষা রায়-সহ ক্ষুদে শিল্পীরা। কবিতা পাঠ করেন সুনীল চন্দ, সুকুমার বাড়ুই, অমিত পাল, তপন রায়,, শর্মিষ্ঠা কুন্ডু, বিজয় পাল বিনয় লাহা সঙ্গীত পরিবেশন করেন অর্ক জোয়ারদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্পিতা গোস্বামী (চৌধুরী)। তবে কবিকথা অনুষ্ঠানটি নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের।