অত্যন্ত আকর্ষণীয় ও অন্যতম সেরা বিনোদনের মাধ্যম হল চলচ্চিত্র, আর সেই চলচ্চিত্রের প্রতিচ্ছবির বাস্তবায়ন ঘটাতে গিয়েই হল বিপত্তি। KGF2 এর রকি ভাইকে দেখে অনুপ্রাণিত হয়ে এক নাগাড়ে এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলল ১৫বছরের এক যুবক। তারপরেই সে গুরুতর অসুস্থ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, হায়দরাবাদের থাকে সেই কিশোর। দক্ষিণী ছবি কেজিএফ চ্যাপ্টার-২ (KGF Chapter 2) সিনেমায় রকি ভাইয়ের নকল করতে গিয়ে এভাবেই বিপাকে পড়ল হায়দরাবাদের কিশোর। কার্যত কেজিএফ চ্যাপ্টার-২ (KGF Chapter 2) সিনেমাটি দেখার পর থেকেই ছেলেটি এই প্রটাগনিস্ট চরিত্রটিতে মুগ্ধ হয়ে পড়ে। সূত্রে জানা যায়, দু’দিন ধরে টানা এক প্যাকেট সিগারেট খেয়ে ফেলে এই কিশোর। আর তারপর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে শুরু করে। তারপরেই তাকে তড়িঘড়ি তাকে বাঞ্জারা হিল অঞ্চলের সেঞ্চুরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, পরিমানে অনেক বেশি সিগারেট সেবনের ফলে হায়দরাবাদের রাজেন্দ্র নগরের বাসিন্দা ওই কিশোরের শরীরে একাধিক জটিলতা দেখা গিয়েছে। জানা গেছে, তার বুকের এক্স-রে করা হয়েছে। পালমোনোলজিস্ট ডা. রোহিত রেড্ডি পাথুরি বলেন, ”ছেলেটির হাতের আঙুলও পুড়ে গিয়েছে। ওর পরিবারের লোকেদের বিষয়টি জানানো হয়েছে। সিগারেট সেবনের কথা বাড়িতে লুকিয়ে গিয়েছিল কিশোর।” ওই কিশোরকে চিকিৎসক এতগুলি সিগারেট টানা সেবনের কারণ জিজ্ঞাসা করেছিলেন। উত্তর শুনে চক্ষু চড়কগাছ ডা. রেড্ডি পাথুরির। তিনি বলেন, ”ছেলেটি জানায় কেজিএফ-২ সিনেমার রকি ভাইকে ওর স্টাইলিশ লেগেছে। দু’দিনে তিনবার টানা এই সিনেমা দেখেছে সে। আর সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে সিগারেট খেয়েছে সে।” এমনকি যুবক চিকিৎসকের কাছে এও স্বীকার করে, দু’টি সিগারেট সেবনের পর শ্বাসকষ্ট হচ্ছিল তবুও সে হার মানেনি । কিন্তু, তা সত্ত্বেও দু’দিনের মধ্যে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে সে। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ছেলেটির কাউন্সেলিংও করা হয়। সিগারেট সেবনের নেতিবাচক দিকগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। পরে, হাসপাতাল কতৃপক্ষ সেই সিনেমা পাগল যুবকটিকে মাত্রাতিরিক্ত সিগারেট খাওয়ার জেরে কী কী ধরণের রোগ হতে পারে, তা ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছেন বলে সূত্রের খবর।