ভারতের প্রতিবেশী বাংলাদেশে রেল গাড়িতে চেপে ভ্রমণে যেতে আর উত্তর ২৪ পরগনার বনগাঁও যেতে হবে না। এখন উত্তরবঙ্গ থেকে রেলগাড়িতে চেপে প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকায় ভ্রমণে যেতে পারবেন সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। আগামী ১ জুন, বুধবার থেকে চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত মিতালী এক্সপ্রেস। যার ভার্চুয়াল উদ্বোধন করবেন ভারতের রেলমন্ত্রী ও বাংলাদেশের রেলমন্ত্রী।
রেলগাড়ি চালু হওয়ার আগে মিতালী এক্সপ্রেস ট্রায়াল রান-এর জন্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনে নিয়ে আসা হ’ল মিতালী এক্সপ্রেসকে। উদ্দেশ্য – মিতালী এক্সপ্রেসের যাত্রী স্বাচ্ছন্দে যেনও কোনরকমের খামতি না থাকে সেদিকে লক্ষ্য রাখা। সোমবার এনজেপি থেকে আলুয়াবাড়ি রেল স্টেশন পৰ্যন্ত একটি ট্রায়াল রান করানো হয়। এই ট্রেন চালু হওয়ার ফলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে বলে মনে করছেন দু’পার বাংলার মানুষ। এ প্রসঙ্গে, রেল দফতরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার দেবাশিষ ভট্টাচার্য ঠিক কি বলছেন শুনব-
মিতালী এক্সপ্রেসে যাত্রীদের জন্য বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেহেতু দুই দেশের ভাড়ার বিষয়টি মাথায় রেখে ডলারে করা হয়েছে। যা ভারতীয় টাকার উপর ভাড়া নির্ধারিত করা হয়েছে। যাত্রীভাড়াকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মিতালি এক্সপ্রেস সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।এই ট্রেনের ভাড়াকে যথাক্রমে ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকায় ধার্য করা হয়েছে। সপ্তাহে দু’দিন চলবে এই রেলগাড়ি। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছেড়ে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় পৌঁছবে। সময় লাগবে প্রায় ৯ ঘন্টা। রেলকর্মী দীপাবলী দত্ত কি জানিয়েছেন শোনাব-