রাজ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষিত, এগিয়ে পূর্ব মেদিনীপুর

আরও পড়ুন

মাত্র ৭৯ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ফলাফলের নিরিখে এবারও জয়জয়কার জেলার। রাজ্য সেরা ফল করেছে পূর্ব মেদিনীপুর । এবারের মাধ্যমিকে ৬৯৩ পেয়ে যুগ্মভাবে প্রথম হয়েছেন অর্ণব ঘড়াই এবং রৌণক মন্ডল। প্রসঙ্গত, অর্ণব বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। পাশাপাশি রৌণক পূর্ব বর্ধমানের বর্ধমান সি এম এস স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থান পেয়েছেন যুগ্মভাবে মৌসিকি সরকার, তিনি মালদার গাজলের আদর্শগামী একাডেমী হাই স্কুলের ছাত্রী, তার প্রাপ্ত নম্বর ৬৯২, এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ‘ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল’-এর ছাত্র ৬৯২ নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন রৌনক মন্ডল। যুগ্মভাবে তৃতীয় হয়েছেন আসানসোলের উমারানি ঘরাই মহিলা কল্যাণ গার্লস স্কুলের ছাত্রী অনন্যা দাশ গুপ্ত তার প্রাপ্ত নম্বর ৬৯১, সেইসঙ্গে পূর্ব মেদিনীপুরের চোরে পালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ স্কুলের ছাত্র দেবাশীষ প্রদার যুগ্মভাবে তৃতীয় হয়েছেন ৬৯১ নম্বর পেয়ে। চতুর্থ স্থান দখল করেছেন ৪ জন। আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস, মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত, হুগলি কলেজিয়েট স্কুলের সাগ্নিক কুমার দে কলকাতা পাঠভবন স্কুলের ছাত্র সূতর্শী ত্রিপাঠী প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯০। এবারের মাধ্যমিকে 689 নম্বর পেয়ে সাকুল্যে 11 জন পঞ্চম স্থান দখল করেছেন। এরা হলেন, রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির হাই স্কুলের ছাত্র অনিন্দ্য সাহা, জলপাইগুড়ির বৈরাথিকিকুড়ি হাই স্কুলের ছাত্র সৌড়াড্ড সিংহ, কোচবিহারের গোপালনগর এমএসসি হাই স্কুলের ছাত্র দেবদত্ত কুন্ডু, কোচবিহারের মাথাভাঙ্গার আরমান ইশতিয়াক আলি, মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রী অঞ্জনা সাহা, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের ছাত্রী সামিয়া ইয়াসমিন, বীরভূমের নলহাটির বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুলের ছাত্রী জেনিফার বালা, দক্ষিণ স্কুলের ছাত্রী পৌলোমী বেড়া, মুর্শিদাবাদের গোরাবাজার ইশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের ছাত্র শুভ্র দত্ত, এবং উত্তর ২৪ পরগনার টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র সম্রাট মন্ডল। হুগলির মোজেপুর ভারতী বিদ্যামন্দির এর ছাত্র নিরুপম দাস সহ মোট ৬ জন ৬৮৮ নম্বর পেয়েছেন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র সৌগত ঘোষ-সহ ৬৮৭ নম্বর পেয়ে মোট ১০ জন সপ্তম স্থান দখল করেছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুর গার্লস হাইস্কুলের ছাত্রী অরুনিমা শিকদার-সহ এ রাজ্যের মোট ২২ জন ৬৮৬ নম্বর অষ্টম স্থান দখল করেছেন। পাশাপাশি ৬৮৫ নম্বর পেয়ে নবম হয়েছেন এ রাজ্যের মোট ১৫ জন। সেইসঙ্গে ৬৮৪ নম্বর পেয়ে সর্বসাকুল্যে ৪০ জন এরা এরাজ্যে দশম স্থান দখল করেছেনwest bew

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close