Islampur: বড় হয়ে মনোরোগ বিশেষজ্ঞ হতে চান অরুনিমা

আরও পড়ুন

মাধ্যমিকের রাজ্যের অষ্টম স্থানাধিকারী অরুনিমা বড় হয়ে সাইকিয়াট্রিস্ট হতে চইসলামপুর গালর্স হাই স্কুলের ছাত্রী অরুণিমা সিকদার এবারে মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করে এলাকার নাম উজ্জ্বল করেছেন। অরুণিমা সিকদারের প্রাপ্ত নম্বর ৬৮৬। তার বাড়ি ইসলামপুরের দুর্গানগর এলাকায়। মেয়ের ভালো ফলাফলে খুশি বাবা-মাও।

অরুনিমা জানান, করোনার কারণে প্রায় দু’বছর বিদ্যালয় বন্ধ ছিল, ২০২১ সালের শেষে মাধ্যমিক টেস্ট হওয়ার পর ‘মক টেস্ট’ হয়। এরপর থেকে প্রায় ৫-৬ ঘন্টা মনোযোগ দিয়ে লেখাপড়া করেছিলেন অরুনিমা। হাতে গরম ফল পেয়েছেন তিনিও। অন্যদিকে, মাত্র পাঁচ ছয় ঘন্টা পড়ে এত ভাল ফল প্রাপ্তির রহস্যটা কি জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরুনিমা বলেছেন,সাত-আট ঘণ্টা নয়, আগে পড়ার বিষয়টিকে ভালো করে বুঝতে হবে, এরপর ৫ থেকে ৬ ঘন্টা পড়লেই ভালো ফল অবধারিত। তার ভালো ফলাফলের জন্য শিক্ষক, শিক্ষিকা সহপাঠী-পাঠিনী, বাবা-মা, আত্মীয়-স্বজন সকলকেই ধন্যবাদ জানিয়েছেন অরুনিমা। তিনি আর কি কি বলেছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close