Malda : আম ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ

আরও পড়ুন

এক আম ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল মালদায়। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানার বুধিয়া এলাকায়। সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাইফুদ্দিন। বাড়ি ওই এলাকাতেই। আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ সাইফুদ্দিনের অভিযোগ, এদিন সকালে স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। ঠিক সেই সময় স্থানীয় এক বাসিন্দার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ, ঠিক সেই সময় হঠাৎই মোহাম্মদ জাকির, কালু সেখ-সহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। লাঠিসোটা এবং ইট দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরিকল্পিতভাবে এই হামলা বলে অভিযোগ করেন তিনি। এরপর আক্রান্ত ওই ব্যবসায়ীকে পরিবারের সদস্যরা উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদার ইংরেজবাজার থেকে অভিষেক সাহার রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close