মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মার্কশিট আনতে গিয়ে স্কুল থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায়(Road Accident) প্রাণ হারাল মাধ্যমিক পাশ তরুণ। মৃতের নাম ইমানুল ইসলাম। বয়স ১৬ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকার মোসগড়িয়া গ্রামে। পুলিশ জানায়, শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ছিল। এদিন বিদ্যালয় থেকে রেজাল্টশিট নিয়ে বাড়িতে ফেরার সময় ইমানুলের মোটরবাইকটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থল থেকে ইমানুলকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে মৃত তরুণের পরিবার-সহ সমগ্র এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ইমানুল দ্রুত গতিতে তার মোটরবাইক চালিয়ে আসছিল। হঠাৎ করে উত্তেজনারবশে তার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। মোটরবাইক থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে ইমানুল। তার অবস্থা খুব খারাপ থাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মঙ্গলকোট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা তার প্রাণ ফেরাতে পারেননি।
উল্লেখ্য, মঙ্গলকোটের মোসগোড়িয়া গ্রামের বাসিন্দা ইমানুল ইসলাম ওই এলাকারই কাশেমনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। ইন্টারনেটে নিজের মাধ্যমিকে পাশ হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ে যায় ইমানুল। ২৮৮ নম্বর পেয়ে পাশ করেছিল সে। সেই মার্কশিট নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।