Malda : বৃদ্ধ দম্পতিকে হাত-মুখ বেঁধে ডাকাতি, তদন্তে পুলিশ

আরও পড়ুন

আবারও একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল মালদার চাঁচলে। বৃদ্ধ দম্পতিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেঁধে রেখে তাণ্ডব চালাল ছ’জনের একটি ডাকাত দল। শুক্রবার গভীররাতে চাঁচলের উত্তর বসন্তপুরের সাহাপাড়ার মনীন্দ্র সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিস আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ-সহ বিশাল পুলিশ বাহিনী। এমন ঘটনার পর আতঙ্ক দেখা দিয়েছে সমগ্র চাঁচল এলাকা জুড়ে। প্রশ্ন উঠছে – পুলিশি টহলদারি নিয়েও।

স্থানীয় সূত্রের খবর, বর্ষীয়ান মনীন্দ্র সাহা ও তার স্ত্রী বাড়িতে দুজনেই থাকেন। ছেলে সেনাকর্মী। কর্মসূত্রে থাকেন বাইরে। শুক্রবার আনুমানিক রাত দুটো নাগাদ ছ’জন সশস্ত্র ডাকাত দল বাড়ির সদর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। বৃদ্ধ দম্পতিকে মুখে কাপড় দিয়ে পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ। শুরুতেই বাঁধা দিতে গিয়ে নির্মমভাবে প্রহৃত হন ওই বৃদ্ধ দম্পতি বলেও অভিযোগ। প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় ওই ডাকাত দলটি। বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার-সহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে খবর যায় চাঁচল থানায়। অভিযানে নেমে ৬ জনের ডাকাত দলের কোনও কিনারা করে উঠতে পারেনি চাঁচল থানার পুলিশ। এমন দুঃসাহস ডাকাতির পর পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ক’দিন আগেই বাংলা-বিহার সীমান্ত লাগোয়া মহানন্দপুরে জনৈক হিমাংশু সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঠিক তার কয়েক মাস আগেই চাঁচল সদরে একটি বাণিজ্যিক অনলাইন মার্কেটিং সংস্থাতেও ডাকাতির ঘটনা ঘটেছে। যদিও পুলিশ দুটি ঘটনার কিনারা করলেও বারংবার দুষ্কৃতীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, কবে ডাকাতদলের দৌরাত্ম্য কমবে ? যদিও চাচল থানার পুলিশ অফিসারেরা জানিয়েছেন- তারা এর আগের দুটি ডাকাতির ঘটনার কিনারা করেছেন এই ডাকাতি ঘটে যাওয়ার পরেও ‘সোর্স ‘ মারফত ডাকাত দলের খোঁজে তল্লাশি অভিযান চলছে, তাদের আশা, শীঘ্রই ডাকাতদলটি ধরা পড়বে।

 

Fourteen Time Line, Chanchal, Malda

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close