Madhyamik Result 2022 : পা দিয়ে পরীক্ষা দিয়েই ৬২৫

আরও পড়ুন

অদম্য ইচ্ছাশক্তির জেরে কঠিন থেকে কঠিনতম কাজ যে সহজে করা সম্ভব তা প্রমাণ করে দেখালেন মুর্শিদাবাদের এক মাধ্যমিক পরীক্ষার্থী। তার নাম মহম্মদ আলম রহমান। জন্ম থেকেই সে প্রতিবন্ধী। কিন্তু তার জীবনের লক্ষ্যকে যে প্রতিবন্ধকতা আটকাতে পারবেনা তা দেখিয়ে দিলেন তিনি। আলম এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। ইচ্ছে থাকলেও আর পাঁচটা পড়ুয়ার মতো তিনি হাত দিয়ে পরীক্ষা দিতে পারেননি।

ছোট থেকেই তার দুটো হাত অকেজো। তাই তিনি পা দিয়ে পরীক্ষা দিয়েছিলেন। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হতেই আলমতো বটেই গুরুমশাইদেরও মাথায় হাত। তার প্রাপ্ত নম্বর ৬২৫। তিনি গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র। আলম মাধ্যমিকে বাংলায় ৯১, ইংরেজিতে ৮৬, অংকে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, জীবনবিজ্ঞানে ৭৭, ইতিহাসে ৮৪, এবং ভূগোলে ৯৫ পেয়েছেন।

এমন ফলাফল হওয়ায় খুশি আলমের পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা-সহ সমগ্র এলাকার মানুষ। আলমের বাবা পেশায় একজন মুদি দোকানি, মা গৃহবধূ। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী। বড় হয়ে মহাকাশ নিয়ে গবেষণা করে মহাকাশবিজ্ঞানী (Space Scientist) হতে চান আলম। তার সাফল্য কামনায় সকলেই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close