Raiganj : মাধ্যমিকে পঞ্চম অনিন্দ্য সাহার বাড়িতে বিধায়ক

আরও পড়ুন

মাধ্যমিকে পঞ্চম অনিন্দ্য সাহার বাড়িতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন তাকে সম্বোধন দিলেন কৃষ্ণবাবু। সঙ্গে ছিলেন সঞ্জয় মিত্র-সহ অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, রায়গঞ্জ শহরের ইলেক্ট্রিক সামগ্রীর ব্যাবসায়ী অসীম সাহার পুত্র অনিন্দ্য সাহা এবারের মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান পাওয়ায় খুশি পরিবারের সদস্যদের সঙ্গে রায়গঞ্জবাসী। ২০২০-২১ সাল অতিমারি করোনার সময়ে একদিকে যেমন বাবা অসীম সাহার ব্যবসা নষ্ট হয়েছে তেমনি স্কুল বন্ধ থাকায় অফলাইনের বদলে অনলাইনে পড়াশুনা করতে হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অনিন্দ্যকে। অসুবিধা হলেও অধ্যাবসায় ও একাগ্রতার জেরে মাধ্যমিকে ভালো ফল করার আশা ছিল রায়গঞ্জ সুদর্শনপুরের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনিন্দ্য সাহার। ৬৮০/ ৬৮২ নম্বর সে পাবে ভেবেছিল। তবে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে খুশী সে। এদিন দুপুরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী অনিন্দ্য বাড়িতে গিয়ে তাকে সম্বোধন দেওয়ার পাশাপাশি আগামীদিনে অনিন্দ্যের সাফল্য কামনা করার সঙ্গে তাকে শুভেচ্ছা জানান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close