সুপার জায়ান্টস-এর আগমনী নাকি আইপিএল-এর নয়া কৌশল?

The advent of Super Giants or new IPL strategy?

আরও পড়ুন

সাম্প্রতিককালে (গত ৩১ মার্চ, বৃহস্পতিবার) মুম্বই, ব্রাবোর্নে স্টেডিয়াম চেন্নাই সুপার কিংস বনাম লখনৌ সুপার জায়ান্টস-এর দুর্দান্ত খেলার সম্মুখীন হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তিন বারের আইপিএল খেতাব বিজেতা চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে নিজেদের আগমনীর হুঙ্কার দিল লখনৌ, খেলাটি জিতে নিল ৬ উইকেট হাতে রেখে ২১০ রানের একটি অসাধারণ রান হাজির করে।

CSK vs LSG

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংস-এর (সিএসকে) বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) টস জিতে অধিনায়ক কে এল রাহুলের সিদ্ধান্তে বোলিং নেওয়া হয়।

toss

খেলাটি সিএসকে ভাল শুরু করা সত্ত্বেও তাদের হারের সম্মুখীন হতে হয় অধিনায়ক রবীন্দ্র জাদেজার একটি ভুল সিদ্ধান্ত। সিবাম দুবে, যিনি একটাও বল করেননি,পুরো গেমএ তাকে ১৯ তম ওভার-এ বল করার দায়িত্ব দেন অধিনায়ক জাদেজা। দুবের মিডিয়াম পেস বোলিং খুবই লাভ জনক হয়ে পরে লখনৌর দুই ব্যাটসম্যান এভিন লুইস ও আয়ুষ বদনীর জন্য। দুবে এক ওভারে ২৫ রান দিয়ে লখনৌকে জয়ের জন্য কয়েক কদম এগিয়ে দেয়।

“আমাদের শুরুটা খুব ভাল ছিল, রবি এবং শিবম দুবে দুর্দান্ত খেলছিল। আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু ফিল্ডিং-এ আমাদের ক্যাচ নিতে হবে তাহলে ম্যাচ জিতবে। আমাদের সেই সুযোগগুলো নেওয়া উচিত ছিল। প্রচুর শিশির ছিল, বল হাতে লেগে ছিল না,” ম্যাচের পরে বক্তব্য ছিল জাদেজার।
সবার মনে একই প্রশ্ন এবার, এটা কি শুধুই ভুল সিদ্ধান্ত নাকি আইপিএলের নতুন টিম প্রতিষ্ঠা করার এক কুট কৌশল? ধন্দে ক্রিকেটপ্রেমীরা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close