Harishchandrapur : আন্ডারপাস, সার্ভিস রোডের দাবিতে পথ অবরোধ

আরও পড়ুন

সোমবার সার্ভিস রোড এবং আন্ডারপাসের দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা ভবানীপুর চৌরাস্তা মোড়ে জীবন ও জমি রক্ষা কমিটির উদ্যোগে পথ অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভ সভার ডাক দিল এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রবিবার হরিশ্চন্দ্রপুর ভবানীপুর চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন তারা।

চৌরাস্তার মোড় অবরোধ করে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় চাঁচল, ভালুকা হরিশ্চন্দ্রপুর ও সামসী যাওয়ার সংযোগ রক্ষাকারী সড়ক। চরম সমস্যার মুখে পড়েন এলাকার বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা। প্রসঙ্গত, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল হয়ে গাজোলের কদুবাড়ি পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের নির্মাণকাজ চলছে। তুলসীহাটা থেকে ভবানীপুর চৌরাস্তা এলাকায় একটি উড়ালপুল (Flayover)-সহ বাইপাস রাস্তা নির্মাণ করা হচ্ছে। ফ্লাইওভার নির্মাণ করার জেরে এখনও পর্যন্ত কোনও সার্ভিস রোড নির্মাণ করার উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

জীবন – জীবিকা রক্ষা কমিটির সদস্যরা জানান- ভবানীপুর এই ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তার এক দিকের ব্যবসায়ীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেইজন্য অবিলম্বে এলাকার ব্যবসায়ীদের স্বার্থে এবং তার সঙ্গে সঙ্গে তুলসীহাটার হাটব্যবসায়ীদের জন্য অবিলম্বে ফ্লাইওভারের দু’পাশে সার্ভিস রোড নির্মাণ করা প্রয়োজন। তার সঙ্গে ফাইওভার এর নিচে একটি আন্ডারপাস দ্রুত নির্মাণ করতে হবে। যেন ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে থাকা ব্যবসায়ীদের এবং হাটের ব্যবসায়ীদের সুবিধা হয়। এবিষয় নিয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা মহকুমা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও শুধু মৌখিক আশ্বাস ছাড়া কোনও ফল মেলেনি। এর আগেও একবার অবস্থান-বিক্ষোভ করা হয়েছিল। সেই সময় প্রতিশ্রুতি পাওয়া গেলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তাই সোমবার ক্ষুব্ধ ব্যবসায়ীরা সার্ভিস রোড এবং আন্ডারপাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার অবস্থান-বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি জীবন ও জমি রক্ষা কমিটির সদস্যরা হরিশ্চন্দ্রপুর চাঁচলগামী জাতীয় সড়ক অবরোধ করেন। সকাল থেকে ৬ ঘন্টা যাবৎ চলে পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। যদিও এ প্রসঙ্গে স্থানীয় প্রশাসনিক কর্তা কিংবা জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। এ বিষয়ে স্থানীয় জীবন – জীবিকা রক্ষা কমিটির সহ-সম্পাদক মুশারফ হোসেন কি বলছেন শুনব –

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close