Space Time: পাঁচটি গ্রহ থাকবে সারিবদ্ধভাবে, দেখা যাবে খালি চোখে

আরও পড়ুন

আমাদের সৌরজগতে ৮টি গ্রহ ও ১টি বামনগ্রহ রয়েছে। এই আটটি গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো হল বামনগ্রহ। এই গ্রহগুলিকে নিয়েই তৈরি হয়েছে সৌরমণ্ডল। দু’টি বা তিনটি গ্রহের কাছাকাছি আসা এই ব্যাপারটি সাধারণ হতে পারে। কিন্তু, পাঁচটি গ্রহের একই রেখায় থাকা(Five planets alignment), এই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহাকাশপ্রেমীদের জন্য সুখবর। এই জুনেই পাঁচটি গ্রহকে একসঙ্গে দেখা যাবে। খালি চোখেই এই পাঁচটি গ্রহকে সারিবদ্ধভাবে দেখা যাবে। এই পাঁচটি গ্রহ হল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। উত্তর গোলার্ধে বসবাসকারীরা আকাশের পূর্ব এবং দক্ষিণ দিকে তাকালে দেখতে পারবে। পাশাপাশি, দক্ষিণ গোলার্ধে বসবাসকারীরা পূর্ব এবং উত্তর দিকে তাকালে এই দৃশ্য উপভোগ করতে পারবেন। ২০০৪ সালের পর আবার বুধ এবং শনি পরস্পরের অনেক কাছাকাছি থাকবে। এই দৃশ্যটি দেখার জন্যে এ মাসের কিছু তারিখ বিষেশভাবে গুরুত্বপূর্ণ।

কক্ষপথের অভিযোজন এবং অক্ষের সমান্তরালে থাকার কারনে সৌরজগতের আটটি প্রধান গ্রহ কখনই নিখুঁত প্রান্তিককরণে আসতে পারে না। শেষবার তারা আকাশের ১,০০০ বছরেরও বেশি আগে, ৯৪৯ খ্রিস্টাব্দে এই দৃশ্য দেখা যায় এবং তারা ৬ মে ২৪৯২ পর্যন্ত এটি আর দেখা যাবে না বলে খবর। কিন্তু, এই প্রান্তিককরণটি সম্পূর্ণরূপে দেখতে হলে সূর্যের সবচেয়ে কাছাকাছি গ্রহ বুধ, যা সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়।

এই মাসের ২৪ তারিখ সকালে এই গ্রহগুলির মধ্যে লাইনআপ আরও বেশি হতে চলেছে। এই ক্রমটি উপভোগ করতে এক ঘণ্টা সময় থাকবে। যদিও বুধ এবং শনির মধ্যে এদিন ১০৭ ডিগ্রী দূরত্ব বাড়বে। ৩ ও ৪ জুনের পর ২৪ জুন গ্রহগুলির মধ্যে লাইনআপ সবচেয়ে ভালো হবে।

উল্লেখ্য, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার ইনস্টিটিউটের এক্সোপ্ল্যানেট চরিত্রায়নের ব্যক্তিগত অধ্যাপক বেথ বিলার “এটি সত্যিই দুর্দান্ত” বলেছেন। তিনি আরও বলেন, “আমরা এখন একাধিক গ্রহের, অনেক নক্ষত্রের কথা জানি। আমাদের সৌরজগতের পাঁচটি গ্রহগুলিকে এবার ‘খালি চোখে’ দেখার সুবর্ণ সুযোগ।”

সূত্রের খবর, পরিষ্কার আকাশে বুধকে দেখতে হলে দূরবীন নিয়ে প্রস্তুত থাকতে হবে। এই মাসের আগামী দিনগুলিতে গ্রহগুলি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুধ আকাশে আরও উজ্জ্বল এবং সহজে দেখা যাবে। পাশাপাশি, বাকি গ্রহগুলি খালি চোখে ধারাবাহিকভাবে দৃশ্যমান হবে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close