গোয়া থেকে গ্রেফতার হলেন ইউটিউবার রোদ্দুর রায়। মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য হেয়ার স্ট্রিটে রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে কলকাতায় নিয়ে আসা হবে এবং আদালতেও পেশ করা হবে বলে খবর।
প্রসঙ্গত, কুরুচিকর মন্তব্যের কারনে এক তৃণমূল নেতাও ৩ জুন রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন,”মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। তাই, তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছি”। অশ্লীল মন্তব্যের কারনে একাধিক থানায় এই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
সোশ্যাল মিডিয়ায় নানাধরণের লাইভ বা ইউটিউব ভিডিও করেন রোদ্দুর রায়। সম্প্রতি, দেড় ঘন্টার একটি লাইভে অনেকের বিরুদ্ধে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই অনেকজনের মধ্যে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। সেই কারণে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও জানিয়েছেন তৃণমূল নেতা। পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতোই তাকে গ্রেফতারের জন্য লালবাজার থেকে একটি দল পৌঁছয় গোয়ায়। আর এদিন তাকে গ্রেপ্তার করেন লালবাজারের পুলিশ আধিকারিকরা।
সম্প্রতি, কলকাতায় গান করতে এসে হার্ট ব্লকেজের কারনে মতিয়া হয় বিখ্যাত গায়ক কেকে’র। সেই বিষয় নিয়েও মন্তব্য করতে ছাড়েননি অভিযুক্ত রোদ্দুর রায়। কেকে’র বিরুদ্ধে সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর মন্তব্য করা নিয়েও ভিডিও বানান তিনি। তার এই অশালীন ভাষায় ভিডিও বানানো নিয়েই লিখিতভাবে অভিযোগ উঠল। এই অভিযোগের ভিত্তিতেই লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়।