Raiganj: নয়া রেলগাড়ি পেল উত্তর দিনাজপুর

আরও পড়ুন

মঙ্গলবার রাধিকাপুর থেকে বারসই হয়ে তেলতা (০৭৫৫২ নং) ডেমু ট্রেনের শুভ সূচনা করলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। উপস্থিত ছিলেন কটিহারের সাংসদ শ্রী দুলাল গোস্বামী, ডি.আর.এম- কটিহার এস.কে.চৌধুরী এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুণ্ডু। রায়গঞ্জ থেকে তেলতার রেল স্টেশনের দূরত্ব ১৩ কিলোমিটার। পাশাপাশি তেলটা থেকে লালগোলা দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। স্থানীয় ব্যবসায়ীদের আশা- ওই রেলস্টেশন থেকে রেল যাত্রীরা বহু দূরপাল্লার রেলগাড়ি ধরতে পারবেন।

রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান এই রেলগাড়ি চালু হয় এই রেলগাড়িটি চালু হয় উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি রুটের সঙ্গে নতুন যোগাযোগ ব্যবস্থা চালু হবে।
ফোর্টিন টাইমলাইন রাধিকাপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close