Balurghat: বৃষ্টিতে রাস্তা জলমগ্ন, মেরামতের দাবিতে স্থানীয় বাসিন্দারা

আরও পড়ুন

একটু বৃষ্টি হলেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে চলাচল করা যায়না। কারন, রাস্তার উপর হাঁটু সমান জল থাকে। গোটা রাস্তা জলমগ্ন হয়ে থাকার কারনে বিশালাকার গর্তগুলিও বোঝা যায় না। বারংবার নেতা-মন্ত্রীদের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তবে কোনও লাভ হয়নি।

অবশেষে চলাচলের একমাত্র রাস্তা মেরামতের দাবিতে বুধবার সকালে বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের লালমাটা কলাইবারি এলাকায় রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাস্তা মেরামত না করলে কোনও ভাবেই তারা অবরোধ তুলবেন না। এদিকে পথ অবরোধে আটকে পড়ে পুরসভার নোংরা ফেলার একাধিক গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ।

অভিযোগ, এই রাস্তাতে প্রায় অনেক গ্রামের মানুষ যাতায়াত করে। এমনি সময়ে চলাচল করা গেলেও, বর্ষার সময়ে আসল সমস্যায় পড়তে হয়। এক স্থানীয় বাসিন্দা বলেন, “যতক্ষণ না রাস্তা ঠিক হচ্ছে বা কোনও রকম রাস্তা মেরামতের আমরা আশ্বাস পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবো”। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে পরে ঘটনাস্থলে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা। এলাকাবাসীর এই বিক্ষোভ দেখে পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র রাস্তাটি মেরামতের আশ্বাস দেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close