সড়কে বেপরোয়া যানবাহনের গতি,প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের। মালদার চাঁচলের পর এবার হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশন যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পঞ্চম শ্রেণির ছাত্রের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা গ্রামীণ সড়কে। পুলিশি সূত্রে খবর, ওই কিশোরের নাম মোহাম্মদ তারেক। বয়স ১১ বছর। বাবা মোহাম্মদ ইসলাম, পেশায় দিনমজুর। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পিকআপ ভ্যানটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চালক পলাতক।
স্থানীয় সূত্রে খবর, তারেক এদিন বাড়ি থেকে সাইকেলে চেপে গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা মারলে সেখানেই সাইকেল নিয়ে পড়ে যায় ওই খুদে পড়ুয়া। সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার কিশোরের দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এবিষয়ে পড়ুয়ার মামা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, কনুয়া-বেজপুরা গ্রামীণ সড়কে দ্রুয় গতিতে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করছে। গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনকে এগিয়ে আসা উচিত।বার বার এইরকম ঘটনা ঘটছে। তিনি আরও কি কি বলেছেন শুনব-