Balurghat : বেতন বৃদ্ধির দাবিতে গণ ডেপুটেশন ডি আই অফিসে

আরও পড়ুন

বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল আই সি টি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে একটি গণ ডেপুটেশন দেওয়া হয় ডি আই অফিসে। উপযুক্ত বেতন কাঠামো-সহ বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই ডেপুটেশন। তারা জানিয়েছেন, আই সি টি কম্পিউটার টিচারদের বেতন বঞ্চনা করা হয়েছে। দেড় বছর হয়েছে তাদের সরকারিকরণ আট হাজার টাকায়। এর পর থেকে এখনও পর্যন্ত তাদের কোনও রকম বেতন বাড়ানো হয়নি। তাই তাদের একটাই দাবি ডি আই, শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে, খুব তাড়াতাড়ি তাদের বেতন বাড়ানো হোক। এই বিষয়ে আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার এসোসিয়েশন সদস্য অমিত রজক কি বলছেন শুনবো –

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close