উচ্চমাধ্যমিকে সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্রী স্নেহা দাস। ২০২২ সালে উচ্চমাধ্যমিকে ৪৯৩ পেয়ে ষষ্ঠস্থান দখল করে রাজ্যে রায়গঞ্জের মান বৃদ্ধি করল। তাঁর এই সাফল্যে খুশী স্নেহা ও তাঁর পরিবার। এবিষয়ে স্নেহা কি বলছে শুনব –
স্নেহার মা নমিতা দাস কি বলছেন শুনব –
স্নেহার সাফল্য কামনায় ‘টাইমস ফোর্টিন বাংলা’ এবং তার দর্শকেরাও।