সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে প্রথম হয়েছেন শিবু সরকার। শিবু সরকারকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন স্থানীয় বিধায়ক গৌতম পালের প্রতিনিধিরা। করণদিঘির টুঙ্গিদিঘি অঞ্চলের বলরামপল্লিতে বাড়ি শিবুর । স্থানীয় করণদিঘি হাইস্কুলের কলা বিভাগের ছাত্র ছিলেন শিবু। তার প্রাপ্ত নম্বর ৪৮৭ (৯৭.৬%)। শিবুর বাবা গোপেশ সরকার টুঙ্গিদিঘি বাজারের একটি সেলুনে হাজিরাকর্মী হিসেবে কাজ করেন। মা লক্ষী সরকার গৃহবধূ। ছোট ভাই সৌরভ সরকার অষ্টম শ্রেণির ছাত্র। ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন একজন সাধারণ ঘরের ছেলে জানতে পারেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। তিনি কলকাতায় বিধানসভার অধিবেশনে ব্যস্ততার মধ্যেও খোঁজ খবর নিয়ে সেই ছাত্রের বাড়িতে ফুলের তোরা, মিষ্টি, উপহার- সহ আর্থিক সাহায্যও পাঠান।
এদিন শিবুকে ফুলের তোরা এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়। তার পাশাপাশি তাঁর সঙ্গে অনেকটা সময় ধরে কথা বলেন বিধায়কের প্রতিনিধিরা। শিক্ষক শ্যামলাল মাহাতো, করণদিঘির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সিনহা, করণদিঘি হাই স্কুলের শিক্ষক প্রেম গোস্বামী, শিক্ষক অপূর্ব দাস-সহ অন্যান্য সমাজসেবীরাও হাজির হন শিবুর বাড়িতে। শিবু আগামীতে প্রশাসনিক আধিকারিক হয়ে সমাজসেবা করতে চান। এবিষয়ে শিবু আরও কি কি বলেছেন শুনব –
শিবুর বাবা-মা কি বলেছেন শোনাব-
এদিন শিবুকে সংবর্ধনা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বিধায়কের প্রতিনিধি প্রেম গোস্বামী শুনব তাঁর কথাও –
করণদিঘির টুঙ্গিদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।