আম বোঝাই ভ্যাটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভ্যাটো ও বাইক চালক সহ মোট ১২ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাগামী রাজ্য সড়কের বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক আরোহী পিতা শাহজাহান আলি এবং তার পুত্র সৌরভ আলি। তারা সম্পর্কে পিতা-পুত্র।
তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অন্যদিকে, জখম হয়েছেন দুই ভ্যাটো আরোহী ও এক টোটো আরোহী। ভ্যাটো আরোহীদের মধ্যে একজনের নাম সরিফ সবজি। তার নাম জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।
সূত্রের খবর, তাদের বাড়ি রতুয়া থানার দেবিপুর এলাকায়। আহত টোটো আরোহীর নাম বিজলী রায়। তার বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে।স্থানীয়রা পাঁচজনকে আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী শাহজাহান আলির আশঙ্কাজনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তর করে দেন। বাকি চারজনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চলছে।
ভ্যাটো চালক জামসেদ আলি জানান,”এদিন রতুয়ার দেবিপুর থেকে ভ্যাটোতে আম বোঝাই করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে তুলসীহাটা মার্কেটে বিক্রি করতে আসছিল, অপরদিক থেকে আসা এক বাইক চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যাটোতে মুখোমুখি ধাক্কা মারলে বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হয় এবং ভ্যাটোতে থাকা দুইজন ব্যক্তিও গুরুতর ভাবে জখম হয়।