Raiganj: স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বেচ্ছাসেবী সংস্থার

আরও পড়ুন

অর্থাভাবে বহু মানুষ নিজেদের সঠিক চিকিৎসা করাতে পারেন না। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করেই চিকিৎসকদের দরজায় যেতেই ভয় পান। এভাবে নিজেদের অজান্তেই অনেকে আক্রান্ত হন দুরারোগ্য ব্যাধিতে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালেই। সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে রবিবার রায়গঞ্জের ৭ নম্বর শীতগ্রাম গ্রামপঞ্চায়েত অফিস চত্বরে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করল “মুক্তির পথ রায়গঞ্জ”- নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে দাঁতের চিকিৎসা করার সুযোগ। পাশাপাশি, মুখের ক্যান্সার শনাক্তকরণ, দাঁত সংক্রান্ত যে কোনও সমস্যার পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে।

রবিবার এই শিবিরে রোগী দেখেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মৌসিখা সরকার। শিবিরে উপস্থিত ছিলেন “মুক্তির পথ রায়গঞ্জ” সংস্থার সভাপতি প্রণব দেবনাথ, সম্পাদক সামিম আক্তার, সহ-সম্পাদক শান্তনু চক্রবর্তী, অনীশ দে প্রমুখ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close