Karandighi: শৌচালয়ের জল ফেলা নিয়ে সংঘর্ষে জখম ৭

আরও পড়ুন

শৌচাগারের জল ফেলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে জখম হলেন সাতজন। ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুর করণদিঘি থানার বড় সোহার গ্রামে। পুকুর মালিক বাহার আলি বলেন, দীর্ঘদিন থেকে তার খুড়তুতো ভাই আইনাল হকেরা বাড়ির শৌচালয়ের নোংরা জল বের করে বাহার আলির পুকুরে ফেলছিল। যার জেরে নষ্ট হচ্ছিল পুকুরের মাছ এবং এলাকার পরিবেশ। রবিবার এর প্রতিবাদ করতেই বাহার আলি-সহ তাদের পরিবারের ৪ জনকে লাঠি, লোহার রড দিয়ে বীভৎস মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন আইনাল হক। তার দাবি- বৃষ্টির জল পুকুরে যেতেই তাদের অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি ৩ জনকে বেধড়ক মারধর করে বাহার আলিরা। কোপানো হয় ছুরি দিয়েও। আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

ফোর্টিন টাইম লাইন, করণদিঘি

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close