Malda: কলকাতার পর মালদায় পুজোর আকর্ষণ বুর্জ খলিফা

আরও পড়ুন

পুজোর বাকি আর মাত্র চারমাস। মালদার বিগবাজটের পুজোগুলির মধ্যে অন্যতম সর্বজয়ী ক্লাবের দুর্গাপুজো। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি আরম্ভ করল সর্বজয়ী ক্লাব। এবারে তাদের পুজোর থিম ‘বুর্জ খলিফা’। দুবাইয়ের ‘বুর্জ খলিফা’-র আদলে তৈরি হবে এবারের পুজোমণ্ডপ। এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী-সহ সংশ্লিষ্ট ক্লাবের কর্তারা। কৃষ্ণেন্দুবাবু আর কি কি বলেছেন শোনাব-

সর্বজয়ী ক্লাবের পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বুর্জ খলিফা আধুনিক এই বহুতলের অনুকরণে তৈরি হবে পুজোমণ্ডপ। প্রায় ১০০ ফুট উচ্চতার এই পুজোমণ্ডপ তৈরি করা হচ্ছে। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। দর্শনার্থীদের এবারে মালদার এই বুর্জ খলিফার পুজো মণ্ডপের আকর্ষণ বাড়াবে। এবিষয়ে পুজোকমিটির কর্মকর্তা দীপক মণ্ডল কি বলছেন শুনব-

ফোর্টিন টাইমলাইন মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close