পূর্ণাঙ্গ নিকাশি নালা নির্মান না হওয়ায় কালভার্টের মুখ বন্ধ থাকায় জলমগ্ন চোপড়ার দাসপাড়া। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া বাজার এলাকার চল্লিশটি পরিবার রীতিমতো সমস্যায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন যাবৎ বৃষ্টির কারনে জল জমতে থাকে ওই এলাকায়। শনিবার রাতে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পরে চল্লিশটি বাড়ি। রান্নাঘরে জল ঢোকার কারনে রান্না করে খেতে পারছেন না ওই পরিবারগুলি । এতে চরম সমস্যায় পড়েছেন পরিবারের সদস্যরা। গ্রামবাসীদের অভিযোগ- কালভার্ট নির্মাণ করা হলেও এক দিকের ড্রেন নির্মান না হওয়ার কারনে কালভার্টের মুখ বন্ধ থাকায় জলমগ্ন হয়েছে এলাকা। এবিষয়ে স্হানীয় পঞ্চায়েত সদস্যের কাছে কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন স্হানীয় বাসিন্দারা। কিন্তু ফল মেলেনি। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য দাবি জানিয়েছেন স্হানীয়রা। যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য জানিয়েছেন ড্রেনের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই কাজ শুরু করা হবে। কবে নাগাদ কাজ শুরু হয় সেটাই এখন দেখার।
অন্যদিকে, এবিষয়ে স্হানীয় পঞ্চায়েত সদস্য আজিজুল হক-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এক বিদ্যুতের খুঁটির কারণে কাজ করতে সমস্যা হচ্ছিল। তিনি নিজের উদ্যোগে বিদ্যুতের খুঁটি সরিয়ে দিয়েছেন। আজকে সেই কালভার্টের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু রাতে বৃষ্টির কারণে জল বেড়ে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তবে আজকের মধ্যে জমে থাকা জল বেড় করে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন তিনি।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া